ছবির মতো আঁকাজোকা
একটি সোনার দেশ,
সবুজ শ্যামল চারিদিকে
রূপের নাইকো শেষ।
নদ নদীতে রুপালি মাছ
ধরে জাল দিয়ে,
নৌকা বেয়ে মাঝি চলে
ভাটিয়ালি গেয়ে।
মাঠে আছে সোনালি ধান
চাষির মুখে হাসি,
চাষির বউয়ের হাসির ঝিলিক
আছে দিবানিশি।
ইতিহাসের সাক্ষী হয়ে
কত গল্প গাঁথা,
এমন দেশের রূপের চিহ্ন
আছে নকশিকাঁথা।
যতই দেখি মন ভরে না
রূপের নাই কো শেষ,
সকল দেশের সেরা সুন্দর
আমার বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন