ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

এসবিএসি ব্যাংকের ব্যামেলকো কনফারেন্স অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:০৮ এএম
এসবিএসি ব্যাংক

এসবিএসি ব্যাংক পিএলসির ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ব্যামেলকো) সম্মেলন ২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) ও এসইভিপি মো. মাসুদুর রহমান এফসিএর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক ড. মো রায়হানুল ইসলাম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম।