ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ডেল্টা লাইফে পলিসি হোল্ডারদের জন্য হেলথ কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৩২ এএম
ইন্স্যুরেন্স কোম্পানি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পলিসি গ্রাহকদের জন্য ‘হেলথ কার্ড’ সুবিধা নিয়ে এসেছে। সেই উপলক্ষে বিগত আগস্ট গত মঙ্গলবার পল্টনস্থ ডিআর টাওয়ারের ডেল্টা ট্রেনিং সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। কার্যক্রমটি শুভ উদ্বোধন করেন কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য ও নির্বাহী কমিটির চেয়ারপারসন মিসেস আদিবা রহমান (এসিআইআই-ইউকে)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) উত্তম কুমার সাধু, এফসিএমএ এবং সিএফও মিলটন বেপারী, এফসিএ।