ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কুমিল্লার সাবেক এমপি এম এ জাহের গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০২:২০ এএম
কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের। ছবি- সংগৃহীত

কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে রাজধানীর আল আরাফা ইসলামী ব্যাংক, মতিঝিল শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে ডিবির প্রধান কার্যালয়ে (মিন্টু রোড) নিয়ে যাওয়া হয়েছে।

এম এ জাহেরের বিরুদ্ধে ছাত্রদলের এক নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগে মামলা রয়েছে।

এছাড়াও জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং হত্যার অভিযোগে একাধিক মামলাও দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এসব মামলার কারণে তিনি ও তার পরিবার ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৬ আগস্ট) তাকে রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিত করা যায়নি।