ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৩৮ এএম
সোনালী লাইফ ইন্স্যুরেন্স

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার কোম্পানির কনফারেন্স রুম, পঞ্চম তলায়, প্রধান কার্যালয়, মালিবাগ, ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল, ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সভায় যোগ দেন।