ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ‘স্টেডফাস্ট কুরিয়ার’

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৫২ এএম
স্টেডফাস্ট কুরিয়ার

ই-লজিস্টিকস খাতের স্বনামধন্য নাম স্টেডফাস্ট কুরিয়ার অষ্টম বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে নানা আয়োজনে নিজেদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্টেডফাস্ট। এর অংশ হিসেবে গত সোমবার রাজধানীর ঝিগাতলায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ দেশব্যাপী স্টেডফাস্টের সব শাখা কার্যালয়ে কেক কাটা হয়। নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশব্যাপী মার্চেন্ট, গ্রাহক এবং রাইডারসহ শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্টেডফাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে এম রিদওয়ানুল বারী জিওন।