ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

এসবিএসি ব্যাংকে আমদানি-রপ্তানির রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৪৬ এএম
এসবিএসি ব্যাংক

এসবিএসি ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে ‘রিপোর্টিং অন অনলাইন ইমপোর্ট এন্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেমস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেনÑ এসবিএসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সাইদুর রহমান, ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল হাসান এবং ট্রেড প্রসেসিং ইউনিটের (টিপিইউ) প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আতাউর রহমান।