ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

পুতিন ও কিমকে নিয়ে মার্কিনবিরোধী ষড়যন্ত্র করছেন শি জিনপিং: ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:২৮ পিএম
বাঁয়ে বেইজিংয়ে বর্ণাঢ্য সেনা কুচকাওয়াজে শি জিনপিংয়ের সঙ্গে ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। ডানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে মার্কিনবিরোধী ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং—এমন অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার অনুষ্ঠিত বর্ণাঢ্য সেনা কুচকাওয়াজে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতির মধ্যেই ট্রাম্প এ মন্তব্য করেন। কুচকাওয়াজে চীনের সামরিক শক্তি প্রদর্শিত হয়। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার সময় দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাবেন।’

চীনের সঙ্গে সম্পর্ক ও বিশ্বযুদ্ধ প্রসঙ্গ

ট্রাম্প উল্লেখ করেন, ‘চীনের বিজয় ও গৌরবের পথে অনেক মার্কিনি প্রাণ দিয়েছে। আমি আশা করি তাদের সাহস ও আত্মত্যাগকে যথাযথভাবে স্মরণ এবং সম্মান জানানো হবে।’

চীনের কুচকাওয়াজটি জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়। এতে ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ছিলেন। পর্যবেক্ষকদের মতে, পশ্চিমা দেশগুলোর বর্জনের প্রেক্ষাপটে এটি ছিল বেইজিংয়ের একটি বার্তা।

যুক্তরাষ্ট্রকে পাল্টা ভারসাম্যে রাখতে চায় চীন

ট্রাম্পের শুল্কনীতির কারণে বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে, তারপর থেকেই চীন নিজেকে যুক্তরাষ্ট্রের পাল্টা ভারসাম্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে।

তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি মনে করেন না যে, বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রবিরোধী আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তবে চীনকে আমাদের যতটা না প্রয়োজন তার চেয়ে আমাদের চীনের বেশি প্রয়োজন।’

সামরিক শক্তি নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প

আলাদা এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। তারা কখনোই আমাদের বিরুদ্ধে তা ব্যবহার করবে না। এটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে।’

পুতিনকে নিয়ে হতাশা

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আলাস্কায় গত মাসে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন ইস্যুতে শান্তিচুক্তি করতে না পারায় তিনি প্রেসিডেন্ট পুতিনের ওপর ‘খুবই হতাশ’।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের জীবন রক্ষায় কিছু না কিছু করবে।

ইউক্রেন যুদ্ধ ও চীনের অবস্থান

রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানায়নি চীন। পশ্চিমাদের অভিযোগ, বেইজিং রাশিয়াকে জ্বালানি কেনা ও দ্বৈত-ব্যবহারযোগ্য সরঞ্জাম সরবরাহের মাধ্যমে যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করছে। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া আবারও ফ্রন্টলাইনের কিছু সেক্টরে সেনা মোতায়েন শুরু করেছে। ‘পুতিন শান্তির পথে আসতে অস্বীকৃতি জানাচ্ছেন,’ দাবি জেলেনস্কির।