ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সিটিজেনস্ ব্যাংকে সিএমএসএমই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:২৯ এএম

সিটিজেনস্ ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ একাডেমিতে ‘সিএমএসএমই অর্থায়ন: নির্দেশিকা, মূল্যায়ন এবং ডকুমেন্টেশন’ শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন। মাসুম বিল্লাহ, যুগ্ম পরিচালক, এসএমই ও স্পেশাল প্রোগ্রামস  ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস; ট্রেনিং ও ডেভেলপমেন্ট ম্যানেজার তরফদার সুশীল কুমার উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়  ও  শাখাগুলোর কর্মকর্তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।