ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

উত্তরা খালপাড়ে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:৩০ এএম

দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খুচরা বিক্রেতা ট্রান্সকম ডিজিটাল রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যাবসায়িক কেন্দ্র উত্তরা খালপাড়ে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। নতুন এই শোরুমে গ্রাহকরা পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডসমূহের ৫,০০০-এরও বেশি ১০০% আসল পণ্য এবং ট্রান্সকমের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক, যার মূল প্রতিশ্রুতি ‘গ্লোবাল টেকনোলজি অ্যাট লোকাল প্রাইস।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. শাহিদুল ইসলাম, এফসিএ। এ ছাড়া হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলামসহ ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।