ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

শিল্পের কাঁচামাল আমদানির মূল্য পরিশোধের সময় বাড়ল ৬ মাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৯:০৮ এএম

শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানির মূল্য পরিশোধের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমদানিকারকেরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করতে পারবেন। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষি উপকরণ, রাসায়নিক সার ও শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় পূর্বনির্ধারিত ১৮০ দিনের সময়সীমা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে চলমান ডলারের সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের মধ্যে সহজে অর্থ পরিশোধ করতে পারবেন। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। চলতি বছরের শুরুতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কাঁচামাল আমদানির ক্রেডিট মেয়াদ বাড়ানোর দাবি জানায়।

সংগঠনটি জানায়, ১ হাজার ৮৫০ সদস্য নিয়ে প্রাইমারি টেক্সটাইল সেক্টরে প্রায় ২২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে, যা দেশের সবচেয়ে বড় একক বেসরকারি বিনিয়োগ। রপ্তানি আয়ের ৮০ থেকে ৮৬ শতাংশ আসে টেক্সটাইল ও পোশাক খাত থেকে, যার ৭০ শতাংশ জোগান দেয় টেক্সটাইল শিল্প। বিটিএমএর দাবি, বিনিময় হারের অস্থিরতা, গ্যাস-বিদ্যুতের সংকট ও উৎপাদন ব্যয় বাড়ার কারণে কাঁচামাল আমদানিকারীরা চাপে পড়েছেন। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমদানির ক্রেডিট মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।