ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে জয়রথ ছুটেই চলেছে বাংলাদেশের। গতকাল নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তারা ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। জোড়া গোল উপহার দেন তৃষ্ণা রাণী। স্বপ্না রাণী অপর গোলটি করেন। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ। আগামী ১৯ জুলাই শ্রীলংকার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। এরপর ২১ জুলাই নেপালের বিপক্ষে ম্যাচ খেলবেন তারা।
বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ডে আয়োজন করা হয়। কারণ বৃষ্টির কারণে বসুন্ধরা কিংসের মূল ভেন্যু খেলার জন্য উপযোগী নয়। তাই ভেন্যু বদল হয়েছে। মাঠ বদল হলেও বাংলাদেশ জয়ের ধারা অব্যাহত রেখেছে। আরও একটি জয় উপহার দিলেন মেয়েরা। এর আগের ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল তারা। গতকাল খেলার শুরু থেকেই বাংলাদেশের বিপক্ষে ভালো লড়াইয়ের আভাস দেয় ভুটানের মেয়েরা। প্রথম আধঘণ্টা বাংলাদেশকে আটকে রাখে তারা। ৩৩ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। স্বপ্নার পাস থেকে বল পেয়ে গোল উপহার দেন তৃষ্ণা রাণী। তবে প্রথমার্ধে আর গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৫ মিনিটে স্কোর লাইন ২-০ করে স্বাগতিকরা। এই গোলটিও করেন তৃষ্ণা।
ভুটানের গোলরক্ষকের ভুলে বক্সের মধ্যে বল পেয়ে গোল করেন তিনি। এরপর ৭৪ মিনিটে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন স্বপ্না রাণী। দূরপাল্লার শট নেন তিনি। সেটি আটকাতে পারেনি ভুটান গোলরক্ষক। এরপর আরও গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু গোল পায়নি তারা। ফলে ৩-০ গোলেই জয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের মেয়েদের। ম্যাচশেষে জোড়া গোলদাতা তৃষ্ণা রাণী বলেন, ‘জোড়া গোল করতে পেরে ভালো লাগছে। হ্যাটট্রিক করতে পারতাম। কিন্তু হলো না। তবে ভালো লাগছে।’
প্রথমার্ধে ভালো খেলতে পারেননি তৃষ্ণা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছেন। একের পর এক সুযোগ তৈরি করে একটিমাত্র গোল পান তিনি। অন্যদিকে, বাংলাদেশকে ৩-০ গোলে আটকে দিতে পেরেই খুশি ভুটান দল। চলমান টুর্নামেন্টে শিরোপা জয়ের মিশন বাংলাদেশের। গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। টানা চতুর্থ জয় তুলে নিয়ে শিরোপা জয়ের পথেই এগিয়ে যাচ্ছেন তারা। বাকি দুই ম্যাচের মধ্যে নেপালের বিপক্ষেই হয়তো কঠিন পরীক্ষা দিতে হতে পারে বাংলাদেশকে। ধারণা করা হচ্ছে, এ ম্যাচটি অলিখিত ফাইনাল হতে যাচ্ছে।