ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

যশোরে পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা রবিউল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:৫৮ পিএম
যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু। ছবি- সংগৃহীত

কয়েক দিনের ভারি বৃষ্টিতে যশোরসহ সারা দেশের বিভিন্ন জায়গায় ঘরবন্দি ও পানিবন্দি হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ। যার প্রভাব পড়েছে যশোর শহরের নিম্ন আয়ের বেশকিছু মানুষের ওপর। সাধারণ মানুষ যাতে এসব প্রাকৃতিক দুর্যোগে সহজেই মোকাবিলা করতে পারে এজন্য তাদের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু।

মঙ্গলবার (১৫ জুলাই) ছাত্রদল নেতা রবিউল ইসলাম টিপুর এমন মানবিক দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এ সময় দেখা যায়- টিপু নিজেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘরবন্দি ও পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন।

জানা গেছে, ছাত্রদলের এই নেতা বিভিন্ন সময় নিজেকে মানবিক ও সেবামূলক কাজে নিয়োজিত রাখেন। মানুষের যেকোনো বিপদ-আপদে তিনি পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা রবিউল ইসলাম টিপু বলেন, প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় যশোর পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে ঘরবন্দি, ও পানিবন্দি হয়ে পড়েছে কিছু মানুষ। অনেকেই প্লাবিত হয়ে রান্না করে খাবার খেতে পারছেন না। ঠিক দুর্যোগের এ সময় তাদের পাশে একেবারে মানুষ হিসেবে ছোট পরিসরে হলেও সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রাকৃতিক দুর্যোগ ও অসহায় মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। আমিও সেই দায়িত্ব পালন করেছি।