কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার কারণে দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে স্থানীয় দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে দেড় হাজারের বেশি শিক্ষার্থী ও শিক্ষক পড়েছেন চরম দুর্ভোগে।
স্থানীয়রা জানান, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় ও একই চত্বরে অবস্থিত ট্রেসল ইংলিশ ভার্সন স্কুলের শ্রেণিকক্ষ ও মাঠে হাঁটুপানি জমে রয়েছে। পানির সঙ্গে পচা আবর্জনা মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে, যার ফলে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ দুই দিনের ছুটি ঘোষণা করেছে।
আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, প্রতি বছর কিছুটা জলাবদ্ধতা হয়। তবে এবার নিচতলার সব শ্রেণিকক্ষ পানিতে ডুবে গেছে। এই অবস্থায় ক্লাস নেওয়া সম্ভব নয়। আপাতত দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। রোববার থেকে পাঠদান শুরু করার চেষ্টা করব।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এলাকা ঘিরে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। অল্প বৃষ্টিতেই আশপাশের পানি সরাসরি বিদ্যালয় চত্বরে প্রবেশ করে।
নবম শ্রেণির শিক্ষার্থী পিয়াস জানায়, ময়লা পানির মধ্য দিয়ে হেঁটে স্কুলে আসতে হচ্ছে। এর ফলে হাতে-পায়ে চর্মরোগ দেখা দিয়েছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রশোন আহমেদ তানিম বলেন, স্কুলে পানি জমে থাকায় ঠিকভাবে ক্লাস হচ্ছে না। বাধ্য হয়ে প্রধান শিক্ষককে অনুরোধ করে দুই দিনের ছুটি নিয়েছি।
অভিভাবকদের অভিযোগ, বারবার উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশে নতুন ভবন নির্মাণের সময় বালু-মাটি ফেলে পানি যাওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিস চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে একাধিকবার উপজেলা সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেছি। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে না পাওয়া গেলেও একাডেমিক সুপারভাইজর কামাল হোসেন জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইতোমধ্যে বিদ্যালয় পরিদর্শন করেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, বিষয়টি আমাদের জানা আছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।