ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

চাঁদার জন্য সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বাড়িতে হামলা চালায় মাগুরার স্বেচ্ছাসেবক দল নেতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৭:৪৯ পিএম
লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের মাগুরা শহরের বাড়িতে হামলার সিসিটিভি ফুটেজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন ইসলাম জনি। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের মাগুরার বাড়িতে যে হামলা হয়েছে সেটির নেতৃত্ব দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন ইসলাম জনি। তার নেতৃত্বে ওই হামলায় অংশ নেন জনির ছোট ভাই রুমন, চাচাতো ভাই আশরাফুলসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। সিসিটিভি ফুটেজে এমনটাই ফুটে উঠেছে।

জানা গেছে, গত ৫ আগস্ট রাতে ১৫ থেকে ২০ জন লন্ডন প্রবাসী সাংবাদিক ও করাপশন ইন মিডিয়া ডটকমের সম্পাদক জাওয়াদ নির্ঝরের মাগুরা শহরের বাড়িতে হামলা চালায়।

ওই হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এসময় বাড়ির সিসিটিভি ভাঙচুর করা হয়।

এরপর হামলাকারীরা ঘরের নানা জিনিসপত্র লুটপাট করে। এমনকি বাড়িতে অগ্নিসংযোগও করে সন্ত্রাসীরা।

ডাকাতি ও হত্যার উদ্দেশ্যেই সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বাড়িতে হামলা হয় বলে তার পরিবারের অভিযোগ।

ওই দিনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দেশীয় অস্ত্রসহ হামলা এবং নাশকতা চালায় রিপন ইসলাম জনি, তার ছোট ভাই রুমন, চাচাতো ভাই আশরাফুলসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

জানা গেছে, সম্প্রতি মাগুরা জেলার স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যুগ্ম আহবায়ক পদ পান জনি। আর অন্য হামলাকারীরা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট-পরবর্তী সময়ে মাগুরায় চাঁদাবাজী, সন্ত্রাসী এবং রাতের বেলায় মানুষের বাড়িতে ডাকাতি ও অর্থ আদায় করে আসছেন রিপন ইসলাম জনি ও তার সাঙ্গপাঙ্গরা।

এই সন্ত্রাসীদের থাবা পড়ে সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বাড়িতেও।

এসব ব্যাপারে জনির উপর ক্ষুব্ধ মাগুরার স্থানীয় বিএনপির নেতারা। কিন্তু সন্ত্রাসী হওয়ায় জনির বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারছেন না।