আড়াই মিনিটে হাসিনার মোটিফে আগুন লাগিয়ে চলে যায় যুবক: সিসিটিভি ফুটেজ
এপ্রিল ১৩, ২০২৫, ০৬:০৫ পিএম
তখন ভোর পৌনে পাচঁটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার ভেতরে সুনসান নীরবতা।আর সেই সুযোগেই চারুকলার গেট টপকে ভেতরে প্রবেশ করে এক যুবক।গায়ে কালো রঙের টি-শার্ট পড়া। পরনে খাকি রঙের প্যান্ট। মুখে ছিল সার্জিক্যাল মাস্ক।যুবকটি ভেতরে ঢুকেই সর্তকর্তা সাথে চলে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ বা মুখাকৃতির দিকে।দুই দফায় গিয়ে দুটি মোটিফে...