রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১২:০৪ এএম

আধিপত্য বিস্তারে সংঘর্ষ নিহত ১, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ১২:০৪ এএম

আধিপত্য বিস্তারে সংঘর্ষ  নিহত ১, আহত অর্ধশত

  • বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ থেকে সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গ্রামের সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ওই বৃদ্ধের নাম মো. নাসির উদ্দিন (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরামপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী সাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল ভোরে সেই পুরোনো বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে সংঘর্ষ বাধে। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে অনেকেই সংঘর্ষে যুক্ত হন। এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুনরায় সংঘর্ষ এড়াতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!