ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গুগলের টোকিও সম্মেলনে বাংলাদেশের শাকিল

ইনফোটেক প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:৫৩ এএম

গুগল ম্যাপে অবদান রাখার জন্য জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘কনেক্ট লাইভ টোকিও-২০২৫’ সম্মেলনে মনোনীত হয়েছেন বাংলাদেশের শাকিল আখতার খান। আগামী ২৩-২৫ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন শাকিল।

গুগলের ‘লোকাল গাইড’ হিসেবে তিনি গুগল ম্যাপের মানোন্নয়ন ও তথ্য হালনাগাদে কাজ করেন। বিশ্বজুড়ে গুগলের এই লোকাল গাইডদের সম্মানিত করতে ‘কানেক্ট লাইভ’ নামের বার্ষিক এই অনুষ্ঠানের আয়োজন করে মার্কিন টেক জায়ান্ট গুগল।  শাকিল আখতার খান বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ এনটিটিএন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমে ‘ফাংশনাল হেড (আইটি)’ পদে কর্মরত আছেন।

তিনি একই সঙ্গে দীর্ঘদিন যাবত দেশিয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে অনবদ্য অবদান রেখে চলেছেন। তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গুগল ম্যাপে অবদান রেখেছেন এবং স্থানীয় জনগণ ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি কার্যকরী ম্যাপিং সিস্টেম তৈরিতে কাজ করছেন। জাপানে অনুষ্ঠিতব্য ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’ সম্মেলনে গুগল ম্যাপসে বাংলাদেশের অবদান তুলে ধরবেন শাকিল আখতার খান। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুগল ম্যাপের জন্য কাজ করা প্রতিনিধিরা অংশ নেবেন এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবে