ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

পাঁচ অর্থবছরে প্রায় সাড়ে ৪২ কোটি টাকা বরাদ্দ বিওএর কাছে হিসাব চাইল সরকার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:০২ এএম

প্রতি বছর সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ পেয়ে থাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আর এই অর্থ খরচের হিসাব সরকারকে দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ২০২০-২১ অর্থবছর থেকে পেয়ে আসা বরাদ্দের কোনো অডিট প্রতিবেদনই সরকারকে দেয়নি বিওএ। ওই সময় থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত অর্থাৎ, পাঁচ অর্থবছরে দেওয়া বিওএকে বরাদ্দের মোট ৪২ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা হিসাব চাইল সরকার। ২০২০-২০২১ অর্থবছরে বিওএকে বরাদ্দ দেওয়া হয়েছিল ৪ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে প্রশিক্ষণের জন্য ২ কোটি ২০ লাখ টাকা এবং ভ্রমণের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা। ২০২১-২০২২ অর্থবছরে বরাদ্দ দেওয়া ৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৩৭৫ টাকার পুরোটাই ছিল প্রশিক্ষণের জন্য। ২০২২-২০২৩ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকা। এর মধ্যে প্রশিক্ষণের জন্য ৪ কোটি ১৯ লাখ টাকা এবং ভ্রমণের জন্য ৭ কোটি ২১ লাখ টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে সরকার বিওএকে বরাদ্দ দিয়েছিল ১৬ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে প্রশিক্ষণের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকা এবং ভ্রমণের জন্য ১১ কোটি ২৫ লাখ টাকা। সর্বশেষ ২০২৪-২০২৫ অর্থবছরে সরকার তাদের বরাদ্দ দিয়েছিল ২ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে প্রশিক্ষণের জন্য ১৩ লাখ ১৬ হাজার টাকা এবং ভ্রমণের জন্য ১ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকা। পাঁচ অর্থবছরের বরাদ্দ দেওয়া অর্থের অডিট জমা না পেয়ে নড়েচড়ে বসেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অডিট প্রতিবেদন জমা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছে বিওএকে। গত ১৩ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হামিদ রেজা স্বাক্ষরিত চিঠিতে (স্মারক নম্বর: ৩৪.০০.০০০০.০০০.০৪৫.২০.০০১৮.১৪.২৩৩) বিওএকে ১৫ কার্যদিবসের মধ্যে অডিট প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২০০০ সালের ডিসেম্বরে অনুমোদিত বিওএর গঠনতন্ত্রের ধারা-১১-এর (সাধারণ পরিষদ) (এ)(৩) এ উল্লেখ আছে, সাধারণ পরিষদে ট্রেজারার বিগত অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং সাধারণ পরিষদ আলোচনা করে অনুমোদন করবে। পাঁচ বছরের আর্থিক প্রতিবেদন সরকারকে না পাঠিয়েই আগামী ৩০ জুলাই ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে সাধারণ সভা করতে যাচ্ছে বিওএ। ছয়টি এজেন্ডা নিয়ে বসতে যাচ্ছে বিওএর পঞ্চম সাধারণ পরিষদের সভা। আলোচনার ৫ নম্বরে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘটনাত্তোর অনুমোদনের কথা বলা হয়েছে। অথচ ২০২৪-২০২৫ অর্থবছরে সরকার থেকে ২ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ এনেছে, তার অডিট প্রতিবেদন দেয়নি বিওএ। আলোচ্যসূচির ৭ নম্বরে আছে বিওএর কার্যনির্বাহী কমিটিতে অ্যাথলেট কমিশনের একজন সদস্যকে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত। বিওএর পরবর্তী সাধারণ সভার সময় নির্ধারণের আলোচনা ও সিদ্ধান্তের বিষয়টিও রাখা হয়েছে আলোচ্যসূচিতে।