দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যতের ডিজিটাল অবকাঠামো নির্মাণে সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে অনুষ্ঠিত হলো ‘টাওয়ারকো বিল্ড ফরোয়ার্ড ফোরাম ২০২৫’। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ ফোরামের আয়োজন করা হয়। আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘ইউনিফায়িং টাওয়ারকো ফর আ স্মার্টার বাংলাদেশ।’ এই ফোরামে টাওয়ার খাতে নিবন্ধিত চারটি প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ, সামিট টাওয়ারস, ফ্রন্টিয়ার টাওয়ারস এবং এটিসি টাওয়ার অংশ নেয়। ফোরাম থেকেই আনুষ্ঠানিকভাবে নতুন সংগঠন ‘বাংলাদেশ টাওয়ারকো অ্যাসোসিয়েশন’ এরও ঘোষণা দেওয়া হয়। এসময় আলোচনায় অংশ নেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।
এ ছাড়াও প্যানেল আলোচনায় অংশ নেন ইডটকো বাংলাদেশ, সামিট টাওয়ারস, ফ্রন্টিয়ার টাওয়ারস এবং এটিসি টাওয়ারের শীর্ষ নির্বাহীরা। আলোচনায় তারা এ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ অগ্রাধিকারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ‘ডিজিটাল অর্থনীতির মূল চালক টেলিযোগাযোগ শিল্প। সম্মিলিত ও খাতগুলোর মধ্যে সহযোগিতা এ শিল্পকে এগিয়ে নিয়ে যায়, তাই এক্ষেত্রে প্রয়োজন সমন্বয় ও সহযোগিতা।’ তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেকটিভিটি সার্ভিস প্রোভাইডার (এনআইসিএসপি) নীতিমালার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে ব্যবসার নতুন সম্ভাবনা দরজা খুলছি। বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মদক্ষতার সূচক নির্ধারণ ও পর্যবেক্ষণকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’