ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বললেন সালাহউদ্দিন আহমদ

একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:৩৬ এএম

একটি দলের বিরুদ্ধে সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি চর্চার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দলটির নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘আমি নাম নেব নাÑ আপনারা বুঝে নেন। বাংলাদেশের মানুষ সবই বুঝে। সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। একসময়ে স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময়ে মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে। এবার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।’

গতকাল শুক্রবার বিকেলে ঢাকার মিরপুরের পল্লবীতে মৌন মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলছিলেন এ বিএনপি নেতা; জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচি আয়োজন করে। সেখানে আরেকটি দলের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নাকি হাতপাখা দিয়ে ১৬ বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল, যে সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে।’

আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়ার উদ্দেশ্য অসৎ:
যারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তাদের ‘অসৎ উদ্দেশ্য আছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন। তিনি বলেন, তারা জানে কেয়ারটেকার সরকার তিন মাসের জন্য প্রতিষ্ঠিত হয়, কেয়ারটেকার সরকার তিন মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেটপ্রাপ্ত হয়। এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে। আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকার হিসেবেই মনে করি। এই অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়া। আপনাদের দায়িত্ব নাই স্থানীয় সরকার নির্বাচনের। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনেরও নাই। তিনি বলেন, নির্বাচন কমিশনের কেবল দুটি ম্যান্ডেট। একটি রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি জাতীয় সংসদ নির্বাচন। কেবল স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকারের নির্বাচন দিতে হয়। নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয়। সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, অথবা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে এই কেয়ারটেকার বা অন্তর্বর্তী সরকারের অধীনে।

তিনি বলেন, যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা খাচ্ছে, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? তারা কেউ ১৩ দল, কেউ ১৪ দল, কেউ বিভিন্ন রকমের দল যারা আওয়ামী লীগের সঙ্গেও বিভিন্ন সময় সংযোগে ছিল। তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনের সিদ্ধান্ত নিতে হয়, জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি বলছি না, ওখানে সবাই আওয়ামী লীগের সঙ্গে ছিল, কিন্তু কিছু কিছু দল ছিল যাদের ওখানে আহ্বান করা হয়েছে। আমরা মানা করেছিলাম তাদের সঙ্গে বসে কীভাবে সংস্কারের আলোচনা করব। কিন্তু খানাপিনা খাচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এভাবে আজকে জুলাই মাসের ১৮ তারিখ, যদি জুলাইয়ের ভেতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সে জন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন ও এই অন্তর্বর্তী সরকার।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।