ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গাজীপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:৪১ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চার যাত্রী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মাওনা এলাকা থেকে ভাড়ায় চালিত অটোরিকশাযোগে পাঁচ যাত্রী কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী ও অপর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ আশপাশের হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকেরা জাহিদের স্ত্রীসহ দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদ বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।