বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার খায়েশ কখনো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পাশাপাশি জুলাইয়ের চেতনা বেচাবিক্রি না করে শহিদদের যথাযথ মর্যাদা দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয় বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন, বিএনপি যদি না থাকে, আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে! আরে ভাই, বিএনপির একজন নেতা-কর্মী বেঁচে থাকতে আপনাদের এই খায়েশ কখনো পূরণ হবে না।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মৌন মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জুলাই অভ্যুত্থানের চেতনা বিক্রি করে যারা প্রতিষ্ঠিত হতে চায় তাদের কড়া সমালোচনা করেন মির্জা আব্বাস। বলেন, এখন গঠনতন্ত্রের কথা না ভেবে একটি দল প্রতিষ্ঠিত হতে চায় আর কেউ ব্যস্ত বেচাকেনায়। অশান্ত পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান এই বিএনপি নেতা। একই সঙ্গে আশা প্রকাশ করেন সরকার যেন পক্ষপাতমূলক আচরণ না করে।
মির্জা আব্বাস বলেন, শহিদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত। তারা যে কারণে শহিদ হয়েছেন, আজ তা বাস্তবায়ন হচ্ছে না। তাদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। একজন পীর আগে জামায়াতের বিরুদ্ধে কথা বললেও আজ তিনি জামায়াতের কোলে উঠে বসেছেন। জামায়াত একসময় বিএনপির মাধ্যমে মন্ত্রী হলেও আজ বাস্তবতা ভিন্ন।
তিনি আরও বলেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ দেশ চাই, যা দেশকে এগিয়ে নিয়ে যাবে। অনেকে আজ বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছে। বিএনপি পায়ে পা দিয়ে ঝগড়া করবে না। তবে বাটে পড়লে কিছু করার নাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বিএনপির একজন জীবিত থাকতেও তাদের মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না।’ বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সরকার এমন অভিযোগ করে তিনি বলেন, সরকারকে বলি, বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না। নির্বাচন না দিলে ভাবব, আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করছেন।
এ সময় এনসিপির নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের নেতারা বিভিন্ন সময় নানা কথা বলছেন। আগে তো বলতেন না! ৫ আগস্টের পর থেকে হঠাৎ করে এত সাহস কোথা থেকে পেলেন? শক্তি পেলেন? সাহসী হোন, শক্তিশালী হোনÑ দোয়া করি। কিন্তু বিএনপির মতো একটি দেশপ্রেমিক দলের বিরুদ্ধে কুৎসা রটাবেন না।’
পুরান ঢাকায় বিএনপির এক কর্মী লাল চাঁনের হত্যাকা- নিয়ে তিনি বলেন, ‘একজন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে, অথচ উলটো বলা হচ্ছে, বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে হবে। অনেকে বলছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি বলব, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি।’
এ সময় তিনি জুলাই আন্দোলনে বিএনপির ৪২২ জন শহিদসহ জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। গণতন্ত্র পুনরুদ্ধারে শহিদদের যে স্বপ্ন, তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল হক মজনু, সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সপু, আমিরুজ্জামান খান শিমুল, আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর দক্ষিণ বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আরিফা রুমা, নাদিয়া পাঠান পাপনসহ অনেকে উপস্থিত ছিলেন।