ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ঘাট ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:৪৮ এএম

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের কারণে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ নরসিংহপুর ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

গত বৃহস্পতিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী ও পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত চালকেরা। গতকাল শুক্রবার সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন বর্তমান ইজারাদার ও সাবেক ইজারাদার নিজেদের মালিকানার দাবিতে মুখোমুখি অবস্থান নেন।

ঘাট ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ইজারা নিয়ে বিরোধের জেরে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যানজট এখন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি। যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

ঘাটটি পরিচালনার দায়িত্ব নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার এবং সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালা।

জিসান বালা বলেন, ‘আমি বৈধভাবে ঘাটের ইজারা পেয়েছি। সরকার আমাকে এক বছরের জন্য ইজারা দিয়েছে। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার দাবি করছেন, তিনি উচ্চ আদালত থেকে ঘাট পরিচালনার রায় পেয়েছেন। কিন্তু আমাদের হাতে কোনো বৈধ কাগজ এখনো আসে নাই।’

অন্যদিকে মোমিন দিদার বলেন, ‘আমি আদালতের রায় পেয়েছি। আমার লোকজন কাজ করতে গেলে জিসানের লোকজন বাধা দিচ্ছে, গাড়িগুলো ফিরিয়ে দিচ্ছে। বিষয়টি অস্থিতিশীল হয়ে উঠছে।’

ট্রাকচালক ইমন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাত ২টা থেকে ঘাটে আটকা পড়ে আছি। কবে ফেরি ছাড়বে জানি না। ঘাটে খাবার, পানি কিছুই নাই। আমরা খুব কষ্টে আছি।’ ঘাট এলাকায় সমস্যা নিরসনে এখন পর্যন্ত কোনো উদ্যোগ না নেওয়ায় যানজট ও যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে।