জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র একদিন পরই শোকজ নোটিশ পেলেন নিজাম উদ্দিন।
গত ৯ আগস্ট এনসিপির চট্টগ্রাম মহানগরের ৩২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এতে নিজাম উদ্দিনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়।
তবে গতকাল সোমবার এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
সম্প্রতি ফেসবুকে প্রকাশিত দেড় মিনিটের এক ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম অভিযোগ করেন, সাইফ পাওয়ারটেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামে একজন নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জার কলে কথা বলছেন, যা অন্য একটি ফোনে রেকর্ড করা হয়। কথোপকথনে আন্দোলন বন্ধ করানো এবং টাকা নেওয়া-দেওয়ার প্রসঙ্গ উঠে আসে। আফতাব জানান, পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে, যার জবাবে নিজাম বলেন, ‘আরও বেশি নিতা প্রেশার দিয়ে, তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে কিছু দিয়ে দিলাম।’
সংগঠন সূত্রে জানা যায়, আফতাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক। এর আগে ৫ জুলাই রিয়াজুল জান্নাত নামে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন, দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজাম উদ্দিন। ওই অভিযোগের পর তাকে বহিষ্কার করা হলেও পরে সংগঠনে ফেরানো হয়।