ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

দুই অভিযোগের উত্তর দিলেন শায়লা সুলতানা সাথী

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ১১:১২ এএম
শায়লা সুলতানা সাথী। ছবি- সংগৃহীত

‘প্রাংক কিং প্রোডাকশন’-এর অভিনেত্রী শায়লা সুলতানা সাথী নিজের বিরুদ্ধে ওঠা দুটি আলোচিত অভিযোগের জবাব দিয়েছেন।

রোববার (১৭ আগস্ট) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে বিষয়গুলো স্পষ্ট করেন।

সম্প্রতি সাথীর বিরুদ্ধে দুটি অভিযোগ সোশ্যাল মিডিয়ায় আলোচিত হয়। প্রথমত, তিনি নাকি ‘প্রাংক কিং’র ডন এবং তার রাজনৈতিক প্রভাবের কারণে অভিনয়শিল্পীরা প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, অভিনেত্রী আরোহী মিমের সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে এবং তিনি নাকি তাকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন।

ভিডিওতে সাথী বলেন, আমার কারণে কোনো অভিনয়শিল্পী ‘প্রাংক কিং’ ছেড়ে যায়নি। প্রত্যেকে তাদের ব্যক্তিগত ক্যারিয়ার, নতুন কাজ বা অন্য সুযোগের কারণে চলে গেছেন। এত বড় একটি প্রোডাকশন আমার ইচ্ছায় চলে না।

তিনি জানান, এ পর্যন্ত প্রতিষ্ঠান থেকে চারজন সদস্য চলে গেছেন। তারা হলেন, পরিচালক মামুনুর রশীদ, অভিনেতা ফারাবী, তামিম এবং সিয়াম।

মামুনুর রশীদ: অন্য প্রোডাকশনে কাজ করার জন্য সরে গেছেন এবং যাওয়ার সময় সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে গেছেন।

ফারাবী: ফ্রিল্যান্সার ও অভিনেতা হিসেবে স্বাধীনভাবে কাজ করার জন্য দল ছেড়েছেন।

তামিম: নিজের ইউটিউব চ্যানেল ও নতুন কাজে সময় দেওয়ার কারণে সরে দাঁড়িয়েছেন।

সিয়াম: অভিনয়ে নতুন হলেও ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। শুরুতে সাথী তাকে অভিনয়ে সহযোগিতা করেছিলেন।

সাথীর দাবি, ‘তামিম ভাই যদি আমার ওপর কোনো ক্ষোভ বা অভিযোগ রাখেন, সেটা সরাসরি জানালে আমি সংশোধনের চেষ্টা করতাম। কিন্তু তিনি সেটা করেননি।’

সিয়াম প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক, আমরা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি। কাউকে আমি কখনো রাজনীতি করে বাদ দিইনি।’

অভিনেত্রী আরোহী মিমের সঙ্গে দ্বন্দ্বের অভিযোগ নিয়েও কথা বলেন সাথী। তিনি বলেন, ‘এটা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। প্রোডাকশনে কাজ করা বা না করার সিদ্ধান্ত আরোহীর নিজের। ও মিরাজের সঙ্গে যেমন কাজ করেছে, এখন সাকিবের সঙ্গেও কাজ করছে। এগুলো ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই আমি কেন ওর বিরুদ্ধে রাজনীতি করব?’

সম্প্রতি ‘প্রাংক কিং প্রোডাকশন’কে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। প্রতিষ্ঠানের কর্ণধার আর্থিক সজীব এবং শায়লা সুলতানা সাথীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ভিডিও বার্তা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাথী।

‘প্রাংক কিং প্রোডাকশন’ মূলত হাস্যরসাত্মক ভিডিও, নাটক ও শর্টফিল্ম তৈরি করে থাকে। সোশ্যাল মিডিয়ায় এ প্রতিষ্ঠানের কাজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এখান থেকেই অনেকে অভিনয় জগতে পরিচিতি পেয়েছেন। তবে সম্প্রতি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অভিযোগের কারণে প্রতিষ্ঠানটি আলোচনায় উঠে এসেছে।