শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকা-ের ধাক্কা সামলাতে আগামী শুক্র ও শনিবার দিনরাত ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চালু রাখবে ঢাকা কাস্টমস হাউস। গতকাল বুধবার এক আদেশে সব কর্মীকে অফিসে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ২৪ ঘণ্টা বিরতিহীনভাবে শুল্কায়ন কার্যক্রম চালানোর তিনটি আলাদা আদেশ আসে মঙ্গলবার। এসব আদেশে উপকমিশনার, সহকারী কমিশনারসহ রাজস্ব কর্মকর্তাদের সময় ও দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। তত্ত্বাবধানে রাখা হয়েছে যুগ্ম কমিশনারদের। এদিকে এ ঘটনায় কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত সূত্র জানায়, বেশ কিছু আলামত তারা সংগ্রহ করেছে, সেগুলো নিয়ে কাজ করছে তদন্তসংশ্লিষ্টরা। এর মধ্যে গোয়েন্দা প্রতিবেদন ঘিরে সন্দেহ ও বেশ কিছু তথ্যপ্রমাণ উঠে এসেছে, সেগুলো আমলে নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। সংশ্লিদের মতে, বিমানবন্দরে অগ্নিকা-ের তদন্তে নাশকতাসহ কোনো কিছু উড়িয়ে দেওয়া হচ্ছে না; বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা রূপালী বাংলাদেশকে জানান, আগুনের ঘটনায় বেশ কিছু তথ্যপ্রমাণ পাওয়া গেছে। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে, তবে এর মধ্যে নাশকতার বিষয়টি সামনে আসছে।
এদিকে কাস্টমস হাউসের গতকাল বুধবারের অফিস আদেশে বলা হয়, দুর্যোগ-পরবর্তী সময়ে বাণিজ্য স্বাভাবিক রাখতে বিমানবন্দরের ‘এয়ারফ্রেইট’ ও ‘এক্সপ্রেস সার্ভিস’ ইউনিটের আমদানি, রপ্তানি ও ব্যাবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে শুক্র ও শনিবার অফিস খোলা থাকবে। আগের দিনের আদেশে বলা হয়, সংশ্লিষ্ট ইউনিটগুলোয় সহকারী কমিশনার ও উপকমিশনার পর্যায়ের কর্মকর্তারা প্রভাতি, দিবা ও নৈশÑ এই তিন পালায় কাজ করবেন। পর্যাপ্তসংখ্যক রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর ও সিপাই নিয়োজিত রেখে শুল্ক কার্যক্রম নির্বিঘœ রাখার কথাও বলা হয় আদেশে। এর আগে গত সোমবার খাতভিত্তিক সংগঠনগুলোর এপেক্স বডি বিকেএমইএ, বিজিএমইএ, বিটিএমএ, বিজিপিএমইএ, লেদার অ্যান্ড লেদার গুডস, ফুট অ্যান্ড ভেজিটেবলস, ওষুধ শিল্প, জুয়েলারি এক্সপোটার্স, সুয়িং থ্রেড, ফ্রোজেন ফুডস, প্লাস্টিক গুডস, সিল্ক গুডস, হস্তশিল্প, ক্রাফট অ্যান্ড গিফ্টওয়্যার ইত্যাদি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠন মিলে যৌথভাবে সংবাদ সম্মেলন করে।
শনিবারের ওই অগ্নিকা-ে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে সংগঠনগুলোর প্রাথমিক ধারণায় বলা হয়। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব জাকির হোসেন এ শিল্পের ‘২০০ কোটি টাকার কাঁচামাল ভস্মীভূত হয়েছে’ তুলে ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ছুটির দিনগুলোয় কাস্টম হাউসের শুল্কায়ন বন্ধ রাখার সমালোচনা করেন।
ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং দেশের বাণিজ্যিক কর্মকা- সচল রাখার লক্ষ্যে শনিবার কার্গো ভিলেজে অগ্নিকা-ের পর কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করে; এর ধারাবাহিকতায় রোববার থেকে ৯ নম্বর গেট দিয়ে আমদানি পণ্য ডেলিভারি কার্যক্রম শুরু হয়। আমদানিকারকরা অভিযোগ করে বলেন, পণ্য খালাস করতে তাদের সময় লাগছে। কিছু শিপমেন্ট পেলেও অধিকাংশই পণ্য পুড়ে গেছে। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি বলছেন, চার গেটের কাজ একটিতে হচ্ছে বলে কিছুটা সময় বেশি লাগছে। এটি দ্রুত করার চেষ্টা চলছে।
বিমানবন্দরে আগুন :
পণ্য খালাস চলছে বিকল্প উপায়ে : অন্যদিকে বিমানবন্দরের ‘কার্গো ভিলেজে’ আগুন লাগার প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের এলাকা দিয়ে পণ্য খালাসের ব্যবস্থা করেছে ঢাকা কাস্টমস হাউস। পণ্যের কায়িক পরীক্ষা ও শুল্কায়নের জন্য ৯ নম্বর ফটকে ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অটোমেশন সিস্টেমেরও’ সংযোগ স্থাপন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বলেছে, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের (জিএসই বা গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স) স্থান দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া চালু করেছে ঢাকা কাস্টমস হাউস। কাস্টমস কর্তৃপক্ষ এখানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন। ৯ নম্বর ফটকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপনও করা হয়েছে।’
গোয়েন্দা প্রতিবেদন ঘিরে সন্দেহ :
বিমানবন্দর (ঢাকা বিমানবন্দর) ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকা-ের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এসব ঘটনাকে ‘নিছক দুর্ঘটনা’ বলে মানতে রাজি নন। ঢাকায় বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনার পর সরকারের বিবৃতিতেই ‘নাশকতা’, ‘জনমনে আতঙ্ক’ কিংবা ‘বিভাজন সৃষ্টির’ মতো শব্দগুলোর ব্যবহার অনেকের দৃষ্টি কেড়েছে। বিমানবন্দরে আগুন নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো একটি গোয়েন্দা প্রতিবেদন ঘিরে সন্দেহ আরও দানা বাঁধতে শুরু করেছে।