ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মো. শোয়েব সিফাত শিমুল

নির্বাক নীরবতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২৬ এএম

জান, নিস্তব্ধ রাতের একা পথে
চাঁদের আলোও মলিন মনে হয়।
জোনাকি ভেসে চলে নিঃশব্দে
কোনো এক মায়াবীর মোহনায়।

সেখানে নিস্তব্ধতাও ভয় পায়,
উত্তর চায় অব্যক্ত অনুভবে।
ঘড়ির কাঁটায় জমে থাকা স্মৃতি
কুয়াশা হয়ে ভেসে যায় নিঃশ্বাসে।