ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নেয়ামুল নাহিদ

কাজ শেষে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২৭ এএম

মাছ শিকার শেষ করে একটি বক
জলে ধুয়ে নিয়ে, ঠোঁট পাখায় ঘষছে এখন 
ঝিম মেরে বসে আছে, তাকিয়ে আছে 
একদৃষ্টে, জলের ভেতরে কিছু নেই প্রয়োজন; 
থাক বা না থাক কিছু 
অলস সময় কাটছে বলে মন খারাপ 
এমনটি নয়, কাজ হয়ে গেছে তার। 

খাবার জুটে গেছে কত আগে, আসলে- 
ভাগে যতটুকু থাকে, ততটুকু কাজ শেষে 
অলস সময় বলে থাকে না কিছু।