ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

লাকি জাদু

অজানা থাকাই শ্রেয়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২৭ এএম

কিছুটা অজানা থাকাই শ্রেয় 
পুরোটা জেনে গেলেÑ
চেনা গায়ের গন্ধটাও একসময় 
অচেনা হয়ে যাবে। 
হবে অপ্রিয়...

সম্পর্ক যত সহজ আর গভীর 
মানুষটা হয় ততটাই অচেনা,
তবু লোক দেখানো 
সুখের গোছানো নীড়।

মায়া-মায়া মুখ আর চোখের ভাষা
কান্না-আর্তনাদ কোনোটাই স্পর্শ করে না,
কথামালা ফুরিয়ে নিমেষেই 
জন্ম নেয় এক অচেনা ভালোবাসা।