দৌড়...
এক জীবনে আর কত!
পরজনমে একটু স্থির হয়ে বসতে দিও।
ভেবে দেখ...
না না, ভাবতেই হবে এমনটা নয়
এ জনমে তো ভেবেছ-ই!
তাই তো ভ্রমণবিলাসী হতে পেরেছি।
ভ্রমণ করছি
চক্রবৃদ্ধির নিয়ম মেনে,
দুঃখের বাপের বাড়ির অট্টালিকায় চড়ে
এখন মামার বাড়ির
কুঁড়ে ঘরে...