ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মো. আশতাব হোসেন

বিপত্তির ছানা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২৮ এএম

বিজয়ে মাতাল হলে দিক যায় বেদিক 
চেতনায় স্থাপন করতে হয় ধৈর্যের পিরামিড, 
ধৈর্যই নিরাপত্তার শক্ত এক প্রাচীর 
শত্রুর করে কুর্নিশ সেই দেয়ালে নতশির। 

শত্রুর কাজ করে যাবে যতেœর সাথ
নিপুণ কৌশলে পাতালপুরে ডুবে ডুবে, 
বেশি খুশি হারায়, বুদ্ধি টের পায় না হস্তি দৌড়
বিড়াল চলার শব্দ জাগে না অনুভবে। 

একটা বিজয়ের নিকট হতে পারে পরাজয় 
সতর্কতার দৃষ্টি অবহেলায় যদি হয় খাটো, 
বিজয়ের শাখা-প্রশাখায় পুষ্প না ফুটলে
সৌরভ হয় না টেকসই তৃপ্তিদায়ক বাহারি। 

সফলতার পিছে পিছে নেমে আসে অলসতা 
অলসতা আয়েশের সাথে দিতে পারে ডিম,
তা থেকে জন্মিতে পারে নানা বিপত্তির ছানা
বেড়ে উঠে ছানা তুলতে পারে নাগিনী ফণা!