ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

এস ডি সুব্রত

ভালোবাসা সহজ সরল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:২৯ এএম

দ্বিধা ভুলে 
একবার তাকাও অতি সাধারণ
বল এই প্রেম
একদম খাঁটি নেই কোনো গরল,
আমি খুবই সাদাসিধা
বুঝি কেবল একটু আধটু কবিতা
ছলনা জানি না 
বুঝি ভালোবাসা সহজ সরল।