ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

শুভজিত দত্ত

মুখোশের আড়ালে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৩০ এএম

নির্মমতার গল্পে কিংবা কবিতায় প্রতিবাদ 
নিষ্ঠুরতা, বর্বরতার প্রশ্নে কেবল নীরবতা  
নৃশংসতা মানে প্রকাশ্যে বর্বরোচিত হৃদয় 
বিদারক কোনো এক ভয়াবহতার নাম।

উশৃঙ্খল কে দোষারোপ করে, বাকরুদ্ধ 
আইনের সীমাবদ্ধতা কে প্রশ্ন বিদ্ধ করে।
অপরাধের মানদ- নির্ধারণ নেহাতই 
কিছু অদ্ভুত আইনের ধারায় বর্ণিত আছে।

নৃশংসতার শৃঙ্খল ভাঙার আওয়াজ ক্রমে 
প্রগাঢ় থেকে প্রগাঢ় হয়ে ছড়িয়ে পড়ে।
হিংস্রতার পারদ যখন নেহাত অজুহাত 
নির্মমতার কাছে অভিশাপ বুলি আওড়ানো।

ভয়াবহতার আড়ালে কেবল নিশ্চুপ নীরবতা,
অসহায়ত্বের সুযোগে ক্ষমতায় দাম্ভিকতা ফুটে 
ওঠে, ভয়াল মুখোশের আড়ালে এক বিভৎস 
রূপ যেখানে নিজেকে আড়াল করে রাখে।