ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

এম সোলায়মান জয় আষাঢ় শেষে শ্রাবণ এসে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৩১ এএম

আষাঢ় শেষে শ্রাবণ এসে
নদী-নালা ভরে
বরষার জল করে টলমল
সুদূর বালু চরে।

অঝোরধারায় বৃষ্টি বাড়ায়
জীবন কষ্টে ভাসে
আকাশে মেঘ বাড়িয়ে বেগ
ঝুমঝুমিয়ে আসে।

বরষার জলে দস্যির দলে
ডুবসাঁতারে মাতে
মাঝির জালে নদী বা খালে
টেংরা পুটি গাঁথে।

আষাঢ় শেষে  শ্রাবণ এসে
ভাসায় সোনার দেশ
রাত্রিতে ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ
শুনতে লাগে বেশ।