ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মুহাম্মদ রফিক ইসলাম

পরিত্রাণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৩২ এএম

মানুষই এখন বিকল্প পুতুল
কে নাচে, 
কে নাচায়,
জবাব নেই এই সার্কাসের!

যার কিনারায় সময় প্রসন্ন সুসময় তার।

কে রাঁধে, 
কে বাড়ে,
কার খাবার কে রাখে খোঁজ? 

কে বাটে, 
কে বাটায়,
কার ইশারায় পাঠায়-শীলে
মরিচ পিষে যায়?

অসময়ে তবে বলির পাঁঠা?
কেউ ধরে, 
কেউ কাটে,
কেউ লুফে নেয় মজা!

মানুষের পরিত্রাণ নেই তবে?