ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ইসতিয়াক আহমেদ হৃদয়

উষ্ণতার ধ্বনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৩২ এএম

পাখিরা বিনা নোটিশে ছাড়ছে আবাসন
গাছ থেকে পাতা খসল; উড়ে গেল মানুষের সাংগঠনিক মূর্খতা।
সভ্যতাকে শাসন করছে মানুষের শ্বাশত ভুলগুলো।
শতবর্ষী প্রেমিক-প্রেমিকার সম্পর্কে ধরেছে ভাঙন
বৃষ্টিবিহীন ভেজা চোখ; রাতের ব্যর্থ সঙ্গম।
আবহাওয়া বার্তায় বারবার বলছে বৃষ্টি হবে 
কিন্তু সে খবর তোমার ফিরে আসার মতো মিথ্যে! 
সে বৃষ্টির অপেক্ষায় হা-হুতাশ করছে কেবল কতগুলো প্রাগৈতিহাসিক কুকুর। 
যে স্বচ্ছ পোশাকে তুমি ঢেকে দাও অনিচ্ছার তন্দ্রাচ্ছন্ন অবগাহন। 
সেই দাহ্য বিছানায় জ্বলতে থাকে আমার উত্তপ্ত বছরগুলোর আসন্ন সন্তানেরা। 
ঘেমে যাচ্ছে শহরের সকল অভিজাত মুদ্রা;
আর কতগুলো অবৈধ লেনদেন। 
যে বৃষ্টিকে তাজ্য করে জন্ম হলো এক নরকের!