যদি আরেক শ্রাবণ না আসে
যদি তার আগেই মরে যাই,
হারিয়ে যাই সঘন-মেঘের হিল্লোলে
সেদিন অবেলায়; আঁধারে নিরালায়
তমসা-ঘন-বাদল-বেলায়; যেনো-
ডেকো না আমায় সুরের মায়ায়.!
কৃষ্ণচূড়া-চামেলীও ঝরে যাবে হয়তো
সেদিন কারো প্রতীক্ষায়
মোহাম্মদ রাজিবুল হাসান
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৭:১২ এএম
যদি আরেক শ্রাবণ না আসে
যদি তার আগেই মরে যাই,
হারিয়ে যাই সঘন-মেঘের হিল্লোলে
সেদিন অবেলায়; আঁধারে নিরালায়
তমসা-ঘন-বাদল-বেলায়; যেনো-
ডেকো না আমায় সুরের মায়ায়.!
কৃষ্ণচূড়া-চামেলীও ঝরে যাবে হয়তো
সেদিন কারো প্রতীক্ষায়
রূপালী বাংলাদেশ
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন