ভালো যদি না বাস
ক্ষতি নেই
তোমার প্রেম আমার রতি ধূপ হয়ে জ্বলে
¯œায়ু সজ্জিত অস্থিমূলে,
দেখার চেয়ে না দেখাই কাল হলো
ব্যথাতুর মন এখন জলে-ভেজা-মেঘ এই মাঝ আশ্বিনে
শুনেছি,
পালকের পোশাক পরে এসেছিল নিবেদিতা এই বাহাদুরগড়ে
ডাল-ভাঙা-ঝড় দেখে চলে গ্যাছে রাধাকৃষ্ণপুরে
জেনেছি যখন, তখন থৈথৈ বর্ষা এই উপকূলবর্তী বদ্বীপে,
অনুযোগ আর অভিমানে
ভাসিয়েছি মান্দাস এই প্রলয়-নৃত্য অভিযানে
ফেরারি-মন তবুও দিকদর্শী ওই নৈঋত-কোণে
যেখানে আঁধার ঘনিয়ে এলে মানুষ ‘মৃত্যু’ বলে ডাকে তারে
ভালো যদি না বাস
ক্ষতি নেই
আমার প্রেম গচ্ছিত ওই কার্তিকের কুয়াশাসিক্ত জলে
যেখানে মাটি আঁকড়ে পড়ে আছে মুথোঘাস
আমার-ই কবর জীবনানন্দ বাসর করে!
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন