নওগাঁর ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার। মাসিক আইনশৃঙ্খলা সভায় ধামইরহাট থানার সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন ওসি ইমাম জাফর। আলোচনায় উপজেলার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় নির্ধারণ করা হয়। বিশেষ করে মাদক এবং সীমান্ত সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সভায় আরও উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা একাডেমিক সুপারভাইজর কাজল কুমার সরকার, কালুপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার ও বস্তাবর বিজিবি কোম্পানি কমান্ডার, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম প্রমুখ।