রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজশাহী ব্যুরো

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:৫৫ এএম

‘যারা কেন্দ্র দখলের  স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে’ - সিইসির হুঁশিয়ারি

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৫:৫৫ এএম

‘যারা কেন্দ্র দখলের  স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে’ - সিইসির হুঁশিয়ারি

রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, এবার তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে। দাঁতভাঙা জবাব দেওয়া হবে। কেন্দ্র দখলের চেষ্টা করলে ওই কেন্দ্রের সব ভোট বাতিল করা হবে। 

গতকাল শনিবার সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এই হুঁশিয়ারি দেন।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন হবে কি হবে নাÑ এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছি।

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে তিনি জানান, আনুপাতিক বা পিআর পদ্ধতি সংবিধানে নেই। তাই কমিশন সংবিধানের বাইরে যেতে পারবে না। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে প্রায় ৫ হাজার ৭০০ কর্মকর্তা রয়েছেন। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। তবে যারা অতীতে অনিয়ম করেছেন, তাদের রাখা হবে না।

সিইসি নাসির উদ্দিন বলেন, সরকার এখন পর্যন্ত আমাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব; চেয়ারে বসে থাকব না।

তিনি আরও জানান, বর্তমানে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মকা-ে অংশ নিতে পারবে না। নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিচারের ফলাফলের ওপর নির্ভর করবে। আমরা সেভাবেই কাজ করছি। প্রত্যেকটা অফিসারকে সেভাবে নির্দেশনা দিচ্ছি। আগে যে ধরনের হুকুম যেত; আমাদের হুকুম যাবে অ্যাজ পার ল, অ্যাজ পার রুল। একদম নিরপেক্ষভাবে যাতে আমাদের অফিসাররা কাজ করে, সেই নির্দেশনা থাকবে। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না। অন্যায় কোনো আবদার আমরা কারো কাছ থেকে শুনব না।

অবৈধ অস্ত্রধারীদেরও হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান চলমান প্রক্রিয়া। অভিযান এখনো চলছে, ভোটের আগে জোরেশোরে চলবে। যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন, আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন, তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে।

তিনি বলেন, আপনারা যতটুকু চিন্তা করছেন, তার চেয়ে বেশি সজাগ আছি আমরা। আমি বিশ্বাস করি, কর্তার ইচ্ছায় কির্ত্তন করে তো, তারা দেখেছে কর্তা কোন দিকে যায়। আমাদের অফিসাররা জানে যে, এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। তারা আইন অনুযায়ী নিউট্রলি কাজ করতে চায়। আগে করেছে, যেহেতু আগের নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে। আমাদের তো সে রকম কোনো সমস্যা নেই।

বর্তমান সরকারের অবস্থান কি, এমন প্রশ্নে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, এই সরকার তো এ পর্যন্ত চায়নি। আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে, সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না। এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার হুকুম মতো কাজ করতে, আমাকে এই চেয়ারে দেখবেন না আপনারা। সেই গ্যারান্টি আমি দিতে পারি।

তিনি আরও বলেন, আমরা এবার সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি। আগে যে স্ট্রাইকিং ফোর্স ছিল, উইদ আউট স্ট্রাইক। প্রয়োজনের সময় নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স। আগে আমরা তিনটা নির্বাচনে দেখেছি তো। দে আর নেভার স্ট্রাইক, দেখানোর জন্য করেছে। কিন্তু এবার স্ট্রাইক করা হবে। আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার ভেতরে অন্তর্ভুক্ত হয়, সে উদ্যোগ নিয়েছি। সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, সবাইকে আমরা ইনভলভ করব। সব বাহিনী সম্পৃক্ত থাকবে।

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে পুরো আসনেরই ভোট বাতিলের সিদ্ধান্ত হবে জানিয়ে সিইসি বলেন, যদি দেখি কেউ কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, পুরা আসনের ভোট ক্যানসেল করে দেব। সুতরাং, একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছি, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে এবং পেশাগত দক্ষতার সাথে আমরা এটা মোকাবিলা করব।

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উইল নট বি এ প্রবলেম। সরকার এইক্ষেত্রে খুব সজাগ আছে। সরকারের যেসব এজেন্সি ও বিভাগ ইলেকশনের সঙ্গে জড়িত থাকবে, প্রধান উপদেষ্টা তাদের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিরলস কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। 

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!