গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার সাভারে ছাত্রদল নেতা আরিফুর রহমান ওরফে রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বরখাস্তকৃত শিক্ষক মাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ এ তথ্য দিয়েছেন। গত শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লা থেকে জনিকে গ্রেপ্তার করা হয়।
জাবি শাখা ছাত্রলীগের সাবেক এই সভাপতি পাবলিক হেলথ ও ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন তিনি। মাহমুদুরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই মেহেদী হাসান।
আসামি পক্ষের আইনজীবী তন্ময় ভৌমিক রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনীতি ছেড়ে দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত নন। তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডের যৌক্তিকতা নেই। রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।’ শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন ছাত্রদল নেতা রাসেল সাভার থানার মুক্তির মোড় এলাকায় আন্দোলনে অংশ নেন বলে মামলায় বলা হয়েছে। মামলায় বলা হয়, বিকেল সাড়ে ৪টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাসেলের ভাই সাইদুর রহমান সাভার থানায় গত বছরের ১৬ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন