‘দুর্নীতির মিয়া ভাই রশীদ মিয়া’ শিরোনামে গত ২৪ আগস্ট দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম পাতায় প্রকাশিত সংবাদের জেরে অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) আব্দুর রশীদ মিয়াকে অব্যাহতি দিয়েছে।
অন্যদিকে, আব্দুর রশীদ মিয়ার পরিবর্তে এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব পেয়েছেন সংস্থারই অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) মো. আনোয়ার হোসেন। তিনি এই পদে যোগদানের পূর্বে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ প্রকল্পে প্রেষণে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।
গত ৩১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি হয়।
এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) ও প্রকল্প পরিচালক প্রেষণে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ প্রদান করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক অফিস আদেশে মো. আব্দুর রশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।