ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে

দুলাল সরকার, বেলাবো 
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:০৯ পিএম

জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। 

গতকাল সোমবার বিকেলে বেলাবো পাইলট মডার্ন মডেল হাইস্কুল মাঠে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়। প্রধান অতিথি থেকে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি ও স্বপ্ন নিয়ে কাজ করেছে বিএনপি। আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের সমৃদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ছাত্র-জনতার বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ।

নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস এম শাহজাহান, মো. হারুন-অর- রশিদ, নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি আলহাজ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাবো উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন, সরদার জাকির হোসেন, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের, বারৈচা বাজার সমবায় বণিক সমিতি সহসভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, বেলাবো উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সবুজ, বেলাবো উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মোবারক হোসেনসহ স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।