স্বাস্থ্যসেবায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সেবাদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্র কেবল রোগ নিরাময়ের জন্য নয়, বরং রোগীর প্রতি সম্মান ও দায়িত্ববোধ প্রদর্শনের জন্য।
গতকাল সোমবার বিএমইউর এ ব্লক অডিটরিয়ামে ‘হিউম্যান ভ্যালুস অ্যান্ড এটিকেট ইন ইউনিভার্সিটি হেলথ কেয়ার প্র্যাকটিস’ শীর্ষক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই আহ্বান জানান।
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়ে দক্ষ হলে হবে না, তার মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং রোগীর প্রতি সহানুভূতি থাকা অত্যাবশ্যক। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দিকগুলো শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা হবে।’
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। স্বাস্থ্যসেবা শিক্ষায় নৈতিকতার গুরুত্ব, শিক্ষার্থীদের আচরণগত মান উন্নয়ন এবং রোগীর প্রতি দায়িত্বশীল মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আইসিডিডিআরবির মানসিক ও শিশু স্বাস্থ্য ডিভিশনের ড. আহমেদ এহসানুর রহমান এবং ইউসিএসআইয়ের অধ্যাপক ও সিনিয়র কনসাল্টেন্ট ফরেনসিক প্যাথলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম তথ্যসমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। তারা চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি, রোগীর প্রতি সম্মান এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বাস্তব উদাহরণ তুলে ধরেন।
সেমিনারের সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারপারসন অধ্যাপক ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন। শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় অংশেও সক্রিয় অংশগ্রহণ করেন।