বাংলাদেশ কৃষি ব্যাংকের সিলেট বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের ব্যাবসায়িক অর্জনবিষয়ক সম্মেলন গতকাল সিলেটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। সম্মেলনে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাবসায়িক সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে বাংলাদেশ কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তিনি চলতি অর্থবছরে ব্যাবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে গতিশীলতা আনয়ন ও ব্যাংকটিকে লাভজনক পর্যায়ে উন্নীতকরণে জন্য সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
সিলেট বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান এবং পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনে অন্যদের মধ্যে সিলেট বিভাগের সব নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।