ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিমোট কন্ট্রোলচালিত দুটি উড়োজাহাজ বানিয়ে চমকে দিয়েছে সাকিব হাসান নামের এক কিশোর। সে স্থানীয় মরিচাকান্দি ডি টি একাডেমির মানবিক বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী।
সাকিবের তৈরি উড়োজাহাজের একটি ছোট ওজনের, অন্যটি তুলনামূলক বড়। ছোটটির নাম দিয়েছে ‘বুস্ট এয়ারক্রাফট’, আর বড়টির নাম ‘বোয়িং-৭৮৭’। ছোট উড়োজাহাজটির ওজন প্রায় ৩০০ গ্রাম, দৈর্ঘ্য ২৮ ইঞ্চি ও ডানার প্রসার ৩০ ইঞ্চি। বড়টির ওজন প্রায় ৭০০ গ্রাম এবং দৈর্ঘ্য ৫ ফুট। প্রতিটি উড়োজাহাজেই ব্যবহার করা হয়েছে ব্রাশলেস ডিসি মোটর, সার্ভো মোটর, ব্যাটারি, প্রপেলর ও রিমোট কন্ট্রোলসহ আধুনিক ইলেকট্রনিক যন্ত্রাংশ।
সাকিব জানান, উড়োজাহাজ দুটির মোট খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। এগুলো ১০০ মিটার উচ্চতায় প্রায় ২০ মিনিট ধরে উড়তে পারে এবং দুই কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। উন্নত প্রযুক্তি ব্যবহার করলে রেঞ্জ আরও বাড়ানো সম্ভব।
২০২৫ সালের জানুয়ারিতে ইউটিউব ও বড় ভাইয়ের সহায়তায় তিনি কাজ শুরু করেন। মাত্র পাঁচ দিনেই প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়। এরপর থেকেই স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে যায়। প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।
সাকিবের বাবা প্রবাসী মো. ইছাক মিয়া কয়েক দফায় ছেলেকে ৫০ হাজার টাকা সহযোগিতা করেন। মা ছেনোয়ারা বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই সাকিব সৃজনশীল কাজে আগ্রহী। অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে। এটা আমাদের জন্য গর্বের।’
প্রধান শিক্ষক মনজুর আহমেদ জানান, ‘সাকিব মেধাবী ছাত্র। তার এ উদ্ভাবনে আমরা অভিভূত। সরকারের উচিত তাকে সহযোগিতা করে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়া।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন