ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বিএফআইইউ’র সাবেক প্রধান

শাহীনুলসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০১:৩৩ এএম

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও তার স্ত্রী সুমা ইসলাম এবং সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের পুত্রবধূ নুসরাত নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. রাসেল রনি এবং উপপরিচালক আজিজুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

স্ত্রীসহ বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন বলা হয়, এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এএফএম শাহীনুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এএফএম শাহীনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাওয়া রহিত করা একান্ত আবশ্যক। নুসরাত নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন বলা হয়, আলমগীর কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। রায়হান কবিরের স্ত্রী নুসরাত নাহার দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া রহিত করা আবশ্যক।