ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মাসুম আজিজবিহীন ৩ বছর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:২৪ এএম

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও পরিচালক মাসুম আজিজের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের আজকের দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মঞ্চ ও টিভি নাটকের নন্দিত এই অভিনেতা।

তার জন্ম ১৯৫৩ সালের ২২ অক্টোবর হবিগঞ্জ বানিয়াচংয়ে। অভিনেতা পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাহউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ।

‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেন। ২০২২ সালে একুশে পদক পেয়েছিলেন মাসুম আজিজ।