ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বললেন জয়নুল আবদিন

দেশে নানা অশনিসংকেত শুরু হয়ে গেছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১২:২৯ এএম

নির্বাচন কমিশন যখন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষণার কথা বলেছে, তার পরই দেশে নানা অশনিসংকেত শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে জড়িতরা বাংলাদেশের সুখ চায় না। তারা আবারও ভারতের আশ্রয়ে দেশে অরাজকতা করতে চায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ সাম্প্রতিক সময়ের অগ্নিকা-ের ঘটনায় অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যেভাবে বিচারকার্য শুরু হয়েছে, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আদালতের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের বিচার নিশ্চিত হবে। এ সময় কোরআন-হাদিস অবমাননা ও ইসলামবিরোধী কোনো কর্মকা- বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ ওলামা দলের নেতারা।